নড়াইলে ভূমিকম্পে সচেনতা বিষয়ক মহড়া
নড়াইল প্রতিনিধি : ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হতে জান-মালের রক্ষায় আগাম প্রস্তুতি হিসেবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে জেলা ত্রান ও পুনর্বাসন অফিসের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মহড়া অনুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, নেজারত ডেপুটি কালেকটরেট এএফএম আবু সুফিয়ান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আমিনুল হক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আমিরুল ইসলাম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমিকম্পের সময় জান-মালের রক্ষায় কী কী করণীয় এ বিষয়ে মোহড়ায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
(টিএআর/এএস/জানুয়ারি ২৬, ২০১৬)