আজ খাবার বিতরণে থাকছেন না খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার : বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিন দিনের খাবার বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ উপস্থিত থাকছেন না বেগম খালেদা জিয়া।
তবে তার পক্ষে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও রফিকুল ইসলাম মিয়া।
শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খাবার বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ রাজধানীর ২৯টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর খিলক্ষেত থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে উত্তরা জসিম উদ্দিন রোড, আমির কমপ্লেক্স, হাউজ বিল্ডিং, কুড়িল, ভাটারা, মোল্লাপাড়া বাড্ডা, মহাখালি কমিউনিটি সেন্টার, তেজগাঁও বেগুনবাড়ী ট্রাকস্ট্যান্ড, সাতরাস্তা, এফডিসির সামনে, কাওরান বাজার, ইস্কাটন গার্ডেন, হলি ফ্যামেলি হাসপাতাল, সোনারগাঁও এভিনিউ, গ্রিণ রোড, কাজী পাড়া, পূরবী সিনেমা হলের সামনে, পূরবী বিএনপি কার্যালয়, কালসী বিএনপি কার্যালয়, মিরপুর বাংলা কলেজের সামনে, সনি সিনেমা হলের সামনে, শাহ আলী মাজার, বুদ্ধিজীবী কবর স্থানের দু’টি স্থান, খালেক এন্টারপ্রাইজ, কল্যাণপুর বাস স্ট্যান্ড, আদাবর কমিউনিটি সেন্টারসহ ২৯টি স্পটে খাবার বিতরণ করা হবে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়া এ কর্মসূচিতে থাকার কথা ছিল। গতকাল শুক্রবার প্রায় সারা দিন রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করে কাটান খালেদা জিয়া।
যোগাযোগ করা হলে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, মুন্সিগঞ্জের সমাবেশের পর গতকাল সারা দিনের কর্মসূচি করতে গিয়ে খালেদা জিয়া ক্লান্ত এবং পায়ে ব্যথা অনুভব করছেন। এ জন্য আজকের কর্মসূচিতে অংশ নেননি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।
(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)