আঞ্চলিক প্রতিনিধি (বরিশাল):বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে জেলার বাবুগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষদের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের আয়োজনে রবিবার উপজেলার চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইকবাল হোসেন তাপস।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক ড. বাহাউদ্দিন গোলাপ, যুগ্ম সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না প্রমুখ।

গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. সঞ্জয় কুমার সরদার ও ব্যবস্থাপক সুশীল চন্দ্র মালাকারের নেতৃত্বে ১০ সদস্যদের একটি চিকিৎসক দল উপজেলার তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ২০জন রোগীকে বাছাই করেন।

পরে আয়োজকদের ব্যবস্থাপনায় বাছাই করা ছানি রোগীদের হাসপাতালের নিজস্ব পরিবহনে নগরীর রূপাতলীর হাসপাতাল ভবনের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।


(টিবি/এস/জানুয়ারি১৭,২০১৬)