আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সহপাঠির হাতে আহত হয়ে প্রথম শ্রেনির স্কুল ছাত্র নিহত। নিহত ছাত্রের ক্ষুব্ধ স্বজনদের হামলায় ওই স্কুলের এক শিক্ষক গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি। শিশুর মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে।

নিহত শিশু ছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের ব্যবসায়ি বাদল পাইকের ছেলে ও সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র স্বাধীন পাইক এর সাথে মঙ্গলবার স্কুল চলাকালিন সময়ে একই ক্লাশের ছাত্র দেলোয়ার হোসেনের ছেলে শাহীন হাওলাদারের মারামারির ঘটনা ঘটে।

এসময় শাহীনের হাতে স্বাধীন মাথায় ও চোখে আঘাত প্রাপ্ত হয়। স্বাধীনের পরিবার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেণ। শুক্রবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তির আগেই স্বাধীন মারা যায়। শাহীনের বাবা দেলোয়ার মারা যাওয়ার পর তার মা শাহীনুর বেগম ওমানে অবস্থান করায় শাহীন নানা কুব্বত আলী বেপারীর ফুল্লশ্রীর বাড়িতে থেকে লেখা পড়া করত।

স্বাধীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে ম্যানেজিং কমিটির সভাপতি আ. রইচ সেরনিয়াবাত কয়েকজন স্কুল শিক্ষক শুক্রবার রাতেই স্বাধীনের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানাতে গেলে স্কুল শিক্ষক রতন হালদারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় মৃতর ক্ষুব্ধ স্বজনেরা তার উপর আকস্মিক হামলা চালায়। হামলায় শিক্ষক রতন গুরুতর আহত হলে প্রাথমিকভাবে রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শনিবার সকালে স্বাধীনের লাশ বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে সকাল ১১টায় সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনের জানাজায় মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।

(টিবি/এএস/জানুয়ারি ১৬, ২০১৬)