চাঁপাইনবাবগঞ্জে ২ মহিলা কাউন্সিলর গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত দুই মহিলা কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোসলেমা বেগম মুসি (বিএনপি) ও ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সাকেরা খাতুনকে (জামায়াত) নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।
(ওএস/এইচআর/জানুয়ারি ১৩, ২০১৬)