শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়লার দিয়ার বাজার থেকে তাকে আটক করা হয়। জিয়াউর রহমান একই উপজেলার ছোট হাদিনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি এম এম মঈনুল ইসলাম জানান, রাতে উপজেলার কয়লার দিয়ার বাজার থেকে আগ্নেয়াস্ত্র পাচারের প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ জিয়াউরকে আটক করা হয়। আটক জিয়াউর অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে রাতেই অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
(ওএস/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)