চাঁপাইনবাবগঞ্জে ৬ ছিনতাইকারী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত পাঁচটি অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক ছিনতাইকারীরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের তরিকুল ইসলাম (৩৮), সদর উপজেলার চৌমনী গ্রামের মজিবুর হকের ছেলে মহিদুল ইসলাম নয়ন (২৬), একই এলাকার রাকিবুল ইসলামের ছেলে উজ্জ্বল (২০), পিটিআই মোড় এলাকার মোবারকের ছেলে রাব্বানি (২৮), মজিদ পাড়ার মাসুরের ছেলে আলী হোসেন (২৮) ও একই গ্রামের মিরাজের ছেলে সামাউন (২৩)।
রহনপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার রহনপুর নুনগোলায় বিদ্যুৎ অফিস এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ছিনতাই হওয়া ৫টি অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।
আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)