দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা।
শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় সংলগ্ন টিএন্ডটি মোড়ে স্থানীয় বিএনপি আযোজিত গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এরপর বেগম খালেদা জিয়ার মোহাম্মদপুর টাউন হলে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।
এর আগে বেগম খালেদা কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
(ওএস/এটিআর/মে ৩০, ২০১৪)