চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার নাচোলে মাসুম (২৮) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নেজামপুর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুম নাচোল উপজেলার নেজামপুর স্টেশনপাড়ার আব্দুল গফুরের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাসিরুদ্দিন জানান, মাসুম জেএমবির তালিকাভুক্ত সদস্য। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছে। পরে জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।
(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৬)