বরিশালে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন যারা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার ছয় পৌরসভার মধ্যে দ্বিতীয়বারের ন্যায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেহেন্দীগঞ্জের আলহাজ্ব মো. কামাল উদ্দিন খান, গৌরনদীর মো. হারিছুর রহমান, বাকেরগঞ্জের লোকমান হোসেন ডাকুয়া, মুলাদীর শফিক উজ্জামান রুবেল। এছাড়া বানারীপাড়ায় নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও উজিরপুরে মো. গিয়াস উদ্দিন।
এছাড়া গৌরনদীতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন-সংরক্ষিত ১নং ওয়ার্ডে সেলিনা বেগম (দ্বিতীয়বার), ২নং ওয়ার্ডে আইরিন আক্তার শিল্পী ও ৩নং ওয়ার্ডে সাবিনা খন্দকার (দ্বিতীয়বার)। সাধারন কাউন্সিলর হিসেবে ১নং ওয়ার্ডে মো. খোকন সিকদার, ২নং ওয়ার্ডে কেএম আহসান ইমাম খায়রুল খান (দ্বিতীয়বার), ৩নং ওয়ার্ডে কাজী তৌফিক ইকবাল স্বজল (দ্বিতীয়বার), ৪নং ওয়ার্ডে মো. লিটন বেপারী, ৫নং ওয়ার্ডে রেজাউল করিম টিটু (দ্বিতীয়বার), ৬নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আতিকুর রহমান শামীম (দ্বিতীয়বার), ৭নং ওয়ার্ডে গোলাম আহাদ মিয়া রাসেল, ৮নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. বকতিয়ার হাওলাদার (দ্বিতীয়বার), ৯নং ওয়ার্ডে তরুন সমাজ সেবক মো. আমিনুল ইসলাম রিপন।
(টিবি/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)