আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পরাজিত কাউন্সিলরের সমর্থকেরা হামলা চালিয়ে বিজয়ী কাউন্সিলরের চার সমর্থকদের বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে লুটপাট করেছে। হামলায় এক অন্তঃস্বত্তা নারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ পালরদী মহল্লায়।

ওই মহল্লার বিজয়ী কাউন্সিলর মো. লিটন বেপারী জানান, তার বিজয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিদ্বন্ধিতাকারী পরাজিত কাউন্সিলর প্রার্থী নুরে আলম সিকদারের ২০/২৫জন সমর্থকেরা দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে তার সমর্থক ফারুক সরদার, নাগর ঘরামী, খলিল মাঝি ও তোতা সরদারের বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে লুটপাট করে।

হামলায় সাত মাসের অন্তঃস্বত্তা গৃহবধূ পপি বেগম, রুস্তুম সরদার, ফারুক সরদার, সাহেদা বেগম, ফারুক খানসহ কমপক্ষে ১০জন আহত হয়। গুরুত্বর আহত ৪জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ওইদিন রাতে পুলিশ পরাজিত কাউন্সিলর নুরে আলম সিকদারকে আটকের পর ছেড়ে দিয়েছে।


(টিবি/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)