সাংবাদিকদের সাথে গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়রের সাক্ষাত
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন।
এসময় তার সাথে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, রণজিৎ বকসী সূর্য, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, আ’লীগ নেতা নুরুল্লাহ জাহাঙ্গীর, নবিজল হক সরকার প্রমুখ। এসময় গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবুসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন তার গাইবান্ধা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়েই তিনি জনকল্যাণমুখী ও উন্নয়নকামি পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
(আরআই/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)