লক্ষ্মীপুরে ৩ পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত
লক্ষ্মীপুর প্রতিনিধি : এবার পৌর নির্বাচনে লক্ষ্মীপুরে বিএনপিকে ভরাডুবি করে আওয়ামী লীগের ঘরে জয়ধ্বনি উঠেছে। লক্ষ্মীপুরে তিনটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে পৃথক পৃথক রিটার্নিং অফিসারা এ ঘোষণা দেন এবং তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন কর্মকর্তারা।
এদের মধ্যে রামগঞ্জ পৌরসভায় আবুল খায়ের পাটওয়ারী, রায়পুরে ইসমাইল খোকন ও রামগতিতে মেজবাহ উদ্দিন মেজুকে বিজয়ী হয়েছেন। তারা সবাই আ.লীগের প্রার্থী ছিলেন।
রামগঞ্জ পৌরসভা: আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী পেয়েছেন ১৯ হাজার ৬৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোমান পাটওয়ারী পেয়েছেন ২ হাজার ২০৯ ভোট। রামগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর পৌরসভা: আওয়ামী লীগের প্রার্থী ইসমাইল খোকন পেয়েছেন ১৩ হাজার ৮৪৬ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এবিএম জিলানী পেয়েছেন ৬০৯ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা ও রায়পুরের রিটার্নিং অফিসার সোহেল সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রামগতি পৌরসভা: মেজবাহ উদ্দিন মেজু পেয়েছেন ৯ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আজাদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৬১১ ভোট এবং বিএনপির শাহেদ আলী পটু পেয়েছেন ৯৯১ ভোট। রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির মাহমুদ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
(এমআরএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)