কিশোরগঞ্জে নির্বাচন পরবর্তী সংহিসতায় নিহত ১
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় নির্বাচনী পরবর্তী সংহিসতায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কাশেম (৫০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোসেনপুর পৌরসভার ২নং ওয়ার্ডের আড়াইবাড়ীয়ার কাউন্সিলর প্রার্থী বোতল প্রতীকের ওয়াসীম ও উটপাখি প্রতীকের কাজলের সমর্থকদের মধ্যে নির্বাচনে জয়-পরাজয় নিয়ে বুধবার রাত সাড়ে ১২টায় তর্ক-বির্তকের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দুই দলই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আধাঘন্টা সংঘর্ষে লিপ্ত থাকে। এতে দুই দলেরই অন্তত ১০ সমর্থক গুরুতর আহত হয়। আহতদের দ্রুত কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কাশেমকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাশেমের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল ১০টায় পুনরায় সংঘর্ষে আরো দুইজন গুরুতর আহত হয়। আহতরা কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনার পর এলাকায় থমেথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ২নং ওয়ার্ডের আড়াইবাড়ীয়া ও আশেপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)