সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে। তার মহেশখালীতে দোকান আছে।

নিহতের চাচাতো ভাই মো. আবুল কালাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নুরুল আমিন গোলাগুলির মাঝখানে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় কেরানিহাটের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, কেন্দ্রের ভেতরে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভেতরে কোন সমস্যা হচ্ছেনা। তবে বাইরে গোলাগুলিতে একজন মারা গেছে বলে শুনেছি।

জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, সাতকানিয়ায় গোলাগুলির যে ঘটনা ঘটেছে তা ভোটকেন্দ্রের কোন সমস্যা না। কেন্দ্রের বাইরে সমস্যা হয়েছে।


(ওএস/এস/ডিসেম্বর৩০,২০১৫)