কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত পৌণে ১টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মী সমর্থকরা এই আগুন লাগিয়েছে। আগুনে অফিসের টেলিভিশন, আসবাবপত্র ও ব্যানার-ফেস্টুন পুড়ে গেছে।’

এদিকে, বিএনপি প্রার্থী আবুল আলা তারিক চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ নিজেই এই ঘটনা ঘটিয়ে তাদের হয়রানী করছে।

উলিপুর থানার ওসি জমির উদ্দিন জানান, স্থানীয় ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগের অভিযোগের প্রেক্ষিতে বিএনপির চার কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৮, ২০১৫)