স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইসহান কিসহানকে দলের অধিনায়ক করা হয়েছে।

দলের অন্য সদস্যরা হলেন- রিসাভ প্যান্ট, ওয়াশিংটন সান্দার, সারফারাজ খান, এমানডিপ খের, শুভহাম মাভি, খলিল আহমেদ, রাহুল বাটহাম, এনমুলপ্রিট সিং, আরমান জাফর, রিক্কি ভুই, মায়ানক ডাগর, জিসান আনসারি, মাহিপাল লামরুর, আভেস খান। দলটির কোচের দায়িত্বে আছেন ভারতীয় গ্রেট রাহুল দ্রাবিড়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৫)