কেউ কি এই সব দেখেন কিংবা ভাবেন?
প্রবীর সিকদার : ডাক্তাররা যখন প্রাইভেট প্র্যাকটিস করেন তখন কোনও সমস্যা হয় না। কিন্তু এই ডাক্তাররাই যখন সরকারি দায়িত্বের বাইরে অনৈতিকভাবে প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিকে সময় দেন, তখনই বাঁধে গোল; অকার্যকর হয়ে পড়ে সরকারি হাসপাতাল আর ফুলে ফেঁপে ওঠে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক।
পকেট কাটা পড়ে গরীব মানুষের। একইভাবে শিক্ষকরা যখন প্রাইভেট পড়ান, তখন কোনও সমস্যা হয় না। কিন্তু সমস্যা তৈরি হয় তখন, যখন শিক্ষকরা তাদের প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরে বাড়তি অনৈতিক টাকার ধান্ধায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা কোচিং সেন্টারে 'গুরুগিরি' করেন ; জমজমাট হয় সার্টিফিকেট বাণিজ্য কিংবা হিড়িক পড়ে প্রশ্নপত্র ফাঁসের।
ভাবতেও কষ্ট হয়, গরীব দেশের সরকার ওই দুই খাতে টাকা কিন্তু কম ঢালে না! কিন্তু ট্র্যাজেডি হল, আমাদের গরীব মানুষ তথা সাধারণ মানুষ তার সুবিধা গ্রহণ করতে পারে না। কেউ কি এই সব দেখেন কিংবা ভাবেন ?