মুক্তাগাছায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
ময়মনসিংহ প্রতিনিধি : নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বুধবার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
দুপুরে অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে আলোচনা সভা। এত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, ডাঃ সুফিয়া খাতুন, ডাঃ খুরশিদ জাহান, ডাঃ হাসান পারভেজ, মুক্তাগাছা এডিপি ম্যানেজার ইউজিন রড্রিক্স, সাউথ এডিপি ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিও, স্বাস্থ্য কর্মকর্তা তাওফীকুল ইসলাম, লতিকা মিত্র, জুবায়দুল ইসলাম, আরিফুল ইসলাম, শামছুল হক, নাসিমা আক্তার প্রমুখ। অপরদিকে মুক্তাগাছা সাউথ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার কুমারগাতা ইউনিয়নির মনতলা, ঘোগার মোহনতাজপুর, চারিপাড়া, বাঁশাটির রামভদ্রপুর কমিউনিটি ক্লিনিকে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়।
(এমডি/এএস/মে ২৮, ২০১৪)