চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মিলন নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার ভোরের দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন সদর উপজেলার চকলামপুর এলাকার আবদুস সালামের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস জানান, ভোরর দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় সন্ত্রাসীরা র্যাবের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। আধঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রামচন্দ্রপুরহাট সংলগ্ন চকলামপুরের একটি আম বাগানে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলভার, ৬ রাউন্ড গুলি এবং ৪টি ককটেল উদ্ধার করে র্যাব। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তির নাম মিলন। তার বিরুদ্ধে অন্তত ৬টি মামলা রয়েছে।
(ওএস/এইচআর/নভেম্বর ০২, ২০১৫)