নাচোলে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়পুরে সড়কের পাশে অবস্থান নেয় পুলিশ। ভোরে ওই সড়ক দিয়ে একটি প্রাইভেটকার যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের ড্রাইভার ও অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পরে, প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফাসির উদ্দিন বলেন, ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ওএস/এইচআর/ডিসেম্বর ১, ২০১৫)