উত্তরাঞ্চলের ধর্মঘট প্রত্যাহার
ময়মনসিংহ প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনাসহ আট জেলায় ঢাকা উত্তরাঞ্চলীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহসচিব খন্দকার এনায়েত উল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে ওইসব অঞ্চলে বাসসহ সব ধরনের পরিবহন চলাচল শুরু হচ্ছে। এতে আট জেলার জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নেত্রকোনা বাস শ্রমিক নেতারা জানিয়েছেন, যোগাযোগ মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা বৈঠক করে পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, নেত্রকোনা জেলা প্রশাসককে প্রত্যাহার, লাইসেন্স বিহীন অটোটেম্পু চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে সোমবার ওই ধর্মঘটের ডাক দেয়া হয়।
(ওএস/এএস/মে ২৭, ২০১৪)