শিবগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনসারুল্লাহকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাশকতার ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) চৌধুরী যোবায়ের আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনসারুল্লাহকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রবিবার অস্ত্র আইনে আনসারুল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
(ওএস/এইচআর/নভেম্বর ২৯, ২০১৫)