ত্রিশালে ভাইয়ের হাতে ভাই খুন
ময়মনসিংহ প্রতিনিধি : বাবার কুলখানির টাকা নিয়ে দ্বন্দ্বে ময়মনসিংহের ত্রিশালে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আব্দুল হাই (৪২) ঘটনাস্থলেই মারা গেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার সাইনবোর্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক বড় ভাই পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে উপজেলার আমিরাবাড়ি গ্রামের আছমত আলী আছু (৮৫) বার্ধক্যজনিত কারণে মারা যান। পিতার রেখে যাওয়া টাকা দিয়ে দুই ভাই ইউসুফ আলী ও আব্দুল হাই মঙ্গলবার তাদের পিতার কুলখানির আয়োজন করেন। সকালে ওই টাকার হিসাব নিয়ে পরিবারের সদস্যরা বৈঠকে বসেন। এলাপ আলোচনার এক পর্যায়ে দু’ভাইয়ের মাঝে ঝগড়া বাধেঁ। এসময় বড় ভাই ইউসুফ আলী এক পর্যায়ে ছুরি দিয়ে ছোট ভাই আব্দুল হাইয়ের বুকের বাম পাশে ঘাই মারলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ত্রিশাল থানার ওসি জানান, লাশ ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এসইএস/এএস/মে ২৭, ২০১৪)