নান্দাইলে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু, আহত ১
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুতারাটিয়া গ্রামে বজ্রপাতে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় আবুল হোসেন ছেলেকে নিয়ে তার গরুটি ক্ষেত থেকে গোয়াল ঘরের কাছে আসতেই হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার এবং গরুটির মৃৃত্যু ঘটে। এসময় বজ্রপাতে মারাত্মক আহত অবস্থায় ছেলে সোহেল মিয়া (১৫) কে উপজেলা হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
(এপি/এএস/মে ২৭, ২০১৪)