নড়াইলে তিন নেতাকর্মীসহ ৪২ জন গ্রেফতার
নড়াইল প্রতিনিধি : নড়াইলে পুলিশের অভিযানে জামায়াত-শিবির ও বিএনপির তিন নেতাকর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার কওে পুলিশ।
এদের মধ্যে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় ছাত্রশিবিরের নড়াইল পৌরশাখার শিক্ষা বিষয়ক সম্পাদক বরাশুলা গ্রামের রবিউল ইসলাম (২২), জামায়াতকর্মী কোমখালী গ্রামের বাকি বিল্লাহ (৪৫) ও বিএনপি কর্মী নড়াগাতী থানার কাঠাদুরা গ্রামের এনামুল খান কে(৩০) গ্রেফতার করা হয়।
এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও অভিযোগে নড়াইল সদর থানায় ৮ জন, লোহাগড়া থানায় ১৩ জন, কালিয়া থানায় ৮ জন এবং নড়াগাতী থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটককৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হরে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
(টিএআর/এএস/নভেম্বর ২৫, ২০১৫)