গডফাদারের রাজনীতি শুরু করেছে : রিজভী
স্টাফ রিপোর্টার : গণতন্ত্র ও সুষ্ঠু রাজনীতি নির্বাসনে পাঠিয়ে বর্তমানে ক্ষমতাসীনরা গডফাদারের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের বিরুদ্ধে সরকারের অত্যাচার নির্যাতন যে কোন সময় গণঅভ্যুত্থানে রূপ নিতে পারে। তখন অবৈধ অনির্বাচিত মন্ত্রী-এমপিরা কেউই পতন ঠেকাতে পারবেন না।
রিজভী বলেন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে জনগণ সরকারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবস্থান করছে। এ যুদ্ধের নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি জানান, আগামীকাল বুধবার মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার উদ্দেশ্যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর দেড়টায় গুলশানের বাসা ত্যাগ করবেন।
(ওএস/এটিআর/মে ২৭, ২০১৪)