স্টাফ রিপোর্টার : মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ নাগরিক সেবা সংঘ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন ।

তিনি বিএনপিকে সতর্ক করে বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করুন, আমরা সহযোগিতা করবো। আর নৈরাজ্যের পথ বেছে নিলে সরকার কঠোর হতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, ভারতে নরেন্দ্র মোদীর সরকার আসার ফলে বিএনপি যে উচ্ছ্বাস ও উৎফুল্ল দেখিয়েছিল, তা কালকে শেষ হয়ে গেছে। মোদীর দল তাদের কোনো দাওয়াত দেয়নি, তাদের বর্জন করেছে ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা চিত্র রঞ্জন দাস।
শনিবার আইনজীবীদের সমাবেশ করতে না দেয়া প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, সুপ্রিমকোর্টে সমাবেশ করার উদ্দেশ্যই ছিল যুদ্ধাপরাধীদের বিচারকার্যে বিচারপতিদের প্রভাবিত করা।

(ওএস/জেএ/মে ২৭, ২০১৪)