ময়মনসিংহে ভাইয়ের হাতে ভাই খুন
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বড়ভাই ইসমাইল হোসেনের ছুরিকাঘাতে ছোটভাই আব্দুল হাই নিহত হয়েছেন।
আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টায় সাইনবোর্ড এলাকায় বাবার চল্লিশা পালনকে কেন্দ্র করে বড়ভাই ইসমাইল হোসেন ও ছোটভাই আব্দুল হাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বড়ভাই ছুরি দিয়ে আঘাত করলে ছোইভাই গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হাই মারা যান।
ঘটনার পর থেকে বড়ভাই ইসমাইল হোসেন পলাতক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
(ওএস/এইচআর/মে ২৭, ২০১৪)