নিউজ ডেস্ক : ছোটদের কথা মাথায় রেখেই স্মার্টফোন নিয়ে এল সোয়াইপ টেলিকম। ৫ থেকে ১৫ বছরের ছেলেমেয়েদের কথা ভেবে এ স্মার্টফোন বাজারে এনেছে ওই প্রতিষ্ঠান। আপাতত অনলাইনে মিলছে এ ফোনটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে টুইটারে এ কথা জানানো হয়।

এ স্মার্টফোনে থাকা জিও-ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে শিশুর চলাফেরা সম্পর্কে জানা যাবে। এমনকি ছোটদের জন্য ‘সেফ’ ও ‘ডেঞ্জার জোন’ নির্ধারণ করে দিতে পারে বাবা-মায়েরা। কোন অ্যাপ ছেলেমেয়েরা ব্যবহার করবে আর কোনটা করবে না, সেটাও ঠিক করে দেয়া যাবে। কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্লক করে দেয়া সম্ভব।


ফোনে একটি সুইচ থাকবে, যাতে ওই সুইচ দিলেই পূর্বনির্ধারিত কোনো প্রয়োজনীয় নম্বরে কল চলে যাবে। ফোনটির ডিসপ্লে ৪.৫ ইঞ্চি। রয়েছে ডুয়াল কোর প্রসেসর। ৫১২ এমবি র্যা ম ও ৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকছে।

থ্রিজি সাপোর্ট করে এ স্মার্টফোন। ব্লুটুথ, জিপিএস, ওয়াই ফাই সব ব্যবস্থাই থাকছে। ২ মেগাপিক্সেলের ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। ফোনটির দাম পড়বে ৫ হাজার ৯৯৯ টাকা।

(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০১৫)