নোয়াখালী প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনার (রিভিউ) রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলাবর সন্ধ্যার পর থেকে জেলার সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বিভিন্ন স্পর্শকাতর স্থান সমূহে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ২ প্লাটুন টহলে নেমেছে।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, আইন-শৃঙ্খলা ও সাধারণের জানমাল রক্ষায় বুধবার সকাল থেকে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০১৫)