স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন নিখোঁজ লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ফিরোজ ও পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির পারভেজের পরিবার।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দেখা করার কথা রয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছর ২৭ নভেম্বর সাইফুল ইসলাম ফিরোজ ও হুমায়ুন কবির নিখোঁজ হন।

(ওএস/এইচআর/মে ২৭, ২০১৪)