নোয়াখালী প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে গরীব বাঁচে, দেশের উন্নয়ন ও বহির্বিশ্বে সম্মান বাড়ে। আর বিএনপি ক্ষমতায় আসলে চোর ও ডাকাতের দল বাড়ে।

শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার নয়নপুরে ৪৮ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের ৩৩/১০ কেভিএম চাটখিল-২ বৈদ্যুতিক উপকেন্দ্র এবং ৫২৮ পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এখন বিশ্বে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। বিএনপির কয়েকজন নেতা যুক্তরাষ্ট্রে গেলে তাদের সন্ত্রাসী বলে জায়গা দেয়নি সে দেশের সরকার। দেশে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করে এখন খালেদা জিয়া লন্ডনে বসে আবারো নানা ধরনের ষড়যন্ত্র করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তখন বিরোধী অপশক্তি বাহিরে বসে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, গত ৫ থেকে সাত বছরে দেশে বিদ্যুৎ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ ও গ্যাস থেকে উৎপাদন না করে বায়ু, সোলার, কয়লা ও রিজোয়ানাল কান্ট্রি (ভারত, নেপাল ও ভুটান) থেকে বিদ্যুৎ নেয়াসহ বিভিন্ন উৎস ব্যবহার করে তা থেকে বিদ্যুৎ নিতে যাচ্ছি।

বায়ু বিদ্যুতের ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাপকভাবে প্রকল্প হাতে নিয়ে কোস্টাল এলাকায় উইং ম্যাপিং করে বিশেষ কোনো সময়ে কি পরিমাণ বাতাস বয় তা নিরুপন থেকে হাতিয়াসহ বিভিন্ন অঞ্চলে বায়ু বিদ্যুৎ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সোলারের জন্য প্লান করা হয়েছে। আর সবগুলো হলো পরিবেশ বান্ধব।

মন্ত্রী চাটখিল-সোনাইমুড়িবাসীর উদ্দেশে বলেন, এ অঞ্চল বিশেষ করে নোয়াখালীর মানুষেরা স্বজনদের প্রতি আন্তরিক। তারা একে অপরকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করে। এখানের মানুষের মেধা ও ইচ্ছা শক্তিও প্রবল। যা তাদের দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যায়।

তিনি চাটখিল ও সোনাইমুড়ির জনগণের জন্য আরো ১০০ কিলোমিটার বৈদ্যুতিক লাইন ও দুইটি সাব-স্টেশন নির্মাণের ঘোষণা দেন।

পাশাপশি গ্লোব শিল্প গ্রুপের মতো নোয়াখালীতে পরিকল্পিতভাবে আরো শিল্প কারখানা গড়ে তুললে আরো বেশি বেশি গ্যাস সংযোগ দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির উপ-সম্পাদক জাহাঙ্গীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএইএচ এম ইব্রাহিম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০১৫)