রিয়াজুল ইসলাম রিয়াজ : নিউ মডেল বিশ্ববদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক নূরুল আহাদ চয়ন এর অকাল মৃত্যুর ৪০তম দিনে তাঁর কুলখানি ও দোয়া মাহফিল আগামীকাল ৬ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর সদর উপজেলার পারচর গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

চয়নের বড় ভাই ইমন হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, উক্ত কুলখানি ও দোয়া মাহফিলের প্রায় সব আয়োজন সম্পূর্ণ হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন এমপি, ঢাকা মহানগর উওর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজভীরুল হক অনু, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি (ঢাকা মহানগর উওর ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক) আজিজুল হক রানা, ঢাকা মহানগর উওর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিদ্দীন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আসিফুল্লাহ্ মিথুন আকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ রানাসহ ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এবং ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের অনেক নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান ইমন।


উক্ত কুলখানি ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিট এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতা কর্মীকে উপস্থিত থাকার জন্য নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা চয়ন গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২৫ সেপ্টেম্বর পারচর উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে সকাল ১০টায় নুরুল আহাদকে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে চয়নের সহযাত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন শেখ গুরুতর আহত হন।

নিহত নূরুল আহাদ চয়ন ফরিদপুর সদর উপজেলার পারচর গ্রামের আনোয়ার প্রামাণিকের ছেলে।