বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খল ও নৈরাজ্য সৃষ্টি করছে
স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপির পচন মাথায় ধরেছে। তাদের আর রক্ষা নেই।
সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ-বিদেশে সকলে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ তাদের সহায়তা করছে না। তাদের আন্দোলনেও জনগণের সমর্থন নেই। এ কারণে বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খল ও নৈরাজ্য সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ প্রমুখ।
(ওএস/এটিআর/মে ২৬, ২০১৪)