স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, দুর্নীতির টাকা ভাগাভাগি করতে নিজেরা নিজেরাই লড়াই করবেন এবং নিজেরা নিজেদের হত্যা করবেন। আর এর দায়ভার বিএনপির ওপর চাপিয়ে দেবেন। আমরাতো এটা মেনে নিতে পারি না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির জন্যই সারা দেশে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন এম কে আনোয়ার।

আওয়ামী লীগ সরকার একটি ফ্যাসিস্ট গোষ্ঠির স্বার্থ রক্ষা করে চলছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

সংগ্রাম ও আন্দোলন ছাড়া বিকল্প কোন পথ নেই উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্য করে এম কে আনোয়ার বলেন, গণতন্ত্র রক্ষায় আমাদের আন্দোলন ছাড়া আর কোন বিকল্প পথ নেই। ফলে আন্দোলন ও সংগ্রামের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আমরা বদ্ধপরিকর- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা তিনি বলেন, সংবিধান সংশোধন করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন। আর গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য বড় বড় কথা বলবেন। তা হতে পারে না। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে।

(ওএস/এটিআর/মে ২৬, ২০১৪)