দলের আগাছা নির্মূল করতে হবে: সুরঞ্জিত
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, দলে সাবেক ও বর্তমান আমলাদের নির্ভরতা কাটানোর পাশাপাশি যেসব আগাছা রয়েছে সেগুলোকে নির্মূল করতে হবে।
সোমবার দুপুরে ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সরকারকে দল নির্ভর হওয়ার পরামর্শ দেন সুরঞ্জিত। এ সময় তিনি দলে আমলা নির্ভর আগাছা দূর করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এ দু’টি ঘটনা অপরাজনীতি ও অপসংস্কৃতির সম্মিলিত ফল। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।
এসময় ফেনিতে আসামি গ্রেফতারে র্যাবের প্রশংসা এবং পুলিশের সমালোচনা করেন তিনি।
আওয়ামী লীগকে সুসংগঠিত হওয়ার পরামর্শ জানিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে গড়ে তুলতে হবে। সুসংগঠিত ও সুশৃঙ্খল রাজনৈতিক দলই গণতান্ত্রিক সরকারের মূল সেতুবন্ধন তৈরি করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভোটে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
এ প্রসঙ্গে তিনি বলেন, আনোয়ার সাহেবের বয়স হয়েছে, সেই সঙ্গে মাথাও খারাপ হয়ে গেছে। আমি তো বলি, এম কে আনোয়ার, মাথা খারাপ আনোয়ার।
এ সময় আনোয়ারের এলাকায় যে সংখ্যালঘুদের ওপর হামলা চলেছে তার দায়ভার তাকেই নিতে হবে বলেও তিনি জানান।
(ওএস/এটিআর/মে ২৬, ২০১৪)