টাঙ্গাইলে সহকারী গ্রন্থাগারিকদের এমপিও না হওয়ার প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাধ্যমিক স্কুলের সহকারী গ্রন্থাগারিকদের শিক্ষা অধিদপ্তরের তালিকা ভুক্ত হওয়া সত্বেও অজ্ঞাত কারণে এমপিও না হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
পরে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর টাঙ্গাইল প্রশাসকের নিকট স্বারকলিপি জমা দেন।
(এমএনইউ/জেএ/মে ২৬, ২০১৪)