টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় জেলার সফল খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  সোমবার সকালে জেলা প্রসাশকের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিনয় কুমার নাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক মাহবুব হোসেন। এতে বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা নিজাম উদ্দিন, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজুল হক, ঘাটাইল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে প্রতি উপজেলা থেকে ৩জন করে মোট ৩৬জন সফল খামারীকে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা প্রদান করেন। উল্লেখ্য, জেলা প্রশাসকের পক্ষ থেকে দুইজন সফল খামারীকে বিশেষ উপহার হিসেবে অর্থ প্রদান করা হয়।

(এমএনইউ/জেএ/মে ২৬, ২০১৪)