ফেনীতে আ.লীগ নেতার বাড়িতে আগুন
ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের সমর্থকেরা।
পরে ফুলগাজী উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাসের আগুন লাগার ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
(ওএস/জেএ/মে ২৬ , ২০১৪)