কাজী জাফরকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার রাত ১২টায় ইউনাইটেড হাসপাতালে তিনি কাজী জাফরকে দেখতে যান।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন বিদার ও শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া কাজী জাফরের চিকিৎসার খোঁজ-খবর নেন। সাড়ে ১২টায় তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী, কাজী জাফরের বড় ভাই কাজী হাবিবুর রহমান, বড় মেয়ে জয়া কবীর।
কাজী জাফরকে ১১ মে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
(এইচআর/মে ২৬, ২০১৪)