ফুলগাজীতে ৫০ পেট্রোলবোমা উদ্ধার, আটক ১
ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলায় ৫০টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন মুন্সিরহাট বাজার পার্শ্ববর্তী এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে এসব উদ্ধার করা হয়।
এসময় বোমা তৈরির সময় হাতেনাতে বাপ্পি (১৯) নামে এক কারিগর যুবককে আটক করেছে র্যাব।
ফেনী র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন মুন্সিরহাট বাজার পার্শ্ববর্তী এলাকায় নির্মাণাধীন একটি ভবনে পেট্রোলবোমা তৈরি করছে কয়েক জন যুবক- এমন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালায়।
এ সময় পেট্রোলবোমা তৈরিকালে হাতেনাতে বাপ্পিকে আটক করা হয়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বাপ্পির স্বীকারোক্তি মোতাবেক ওই ভবনে তল্লাশি চালিয়ে ৫০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয় বলে জানান এএসপি।
(এইচআর/মে ২৬, ২০১৪)