ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে মালবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রবিবার সন্ধ্যা ছয়টায় মালবাহী একটি ট্রেনের বগী ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে লাইনচ্যুত হয়। এতে করে আপ লাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আখাউড়া জংশনের রিলিফ ট্রেন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক করে।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকেশেড ইনচার্জ মহসিন জানান, আজ সন্ধ্যায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ভাদুঘর এলাকায় পৌঁছলে ট্রেনটির একটি বগীর দুইটি চাকা লাইনচ্যুত হয়।
এতে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টায় সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
(ওএস/এস/মে ২৫, ২০১৪)