ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় মালবাহী একটি ট্রেনের বগী লাইনচ্যুত হয়েছে। এতে আপ লাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তবে ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিবার সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, আজ সন্ধায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ভাদুঘর এলাকায় পৌঁছলে টেনটির একটি বগীর দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকবন্ধ হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকেশেড ইনচার্জ মহসিন জানান, ভাদুঘরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। তবে ট্রেনটি উদ্ধার করতে ঠিক কতক্ষণ লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)