জামায়াতের কর্মসূচি পরিবর্তন
ফেনী প্রতিনিধি : জামায়াতে ইসলামীর ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পবিত্র ‘শবে মেরাজের’ কারণে ২৭ মে মঙ্গলবারের পরিবর্তে ২৮ মে বুধবার পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
সারাদেশে খুন, গুম, অপহরণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সড়ক ও নৌ-দুর্ঘটনা প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে তারা এ বিক্ষোভের ডাক দেন।
বিবৃতিতে শফিকুর রহমান বলন, “সারাদেশে খুন, গুম, অপহরণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সড়ক ও নৌ-দুর্ঘটনা প্রতিরোধে ক্ষমতাসীন জনবিচ্ছিন্ন সরকারের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২৭ মে মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২৭ মে মঙ্গলবার পবিত্র ‘শবে মেরাজ’ হওয়ার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ২৭ মে মঙ্গলবারের পরিবর্তে ২৮ মে বুধবার পালন করার জন্য আমি সংগঠনের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজনের মাধ্যমে ২৭ মে মঙ্গলবার পবিত্র ‘শবে মেরাজ’ পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
(ওএস/এস/মে ২৫, ২০১৪)