টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আহত আব্দুর রহমান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাতে মারা গেছেন।

তিনি উপজেলার মাদারকোল মসজিদের ইমাম ছিলেন এবং উপজেলার উত্তর পাড়ার মৃত বাসির মাওলানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আব্দুর রহমান তার ক্রয়কৃত সাড়ে ৫ শতাংশ জায়গায় ঘর তোলার প্রস্তুতি নেন। পাশে মাদারকোল গ্রামের মোন্তাজ মিয়াও সাড়ে ৫ শতাংশ জায়গা ক্রয় করে। ওই স্থানে বিরোধপূর্ণ ১১ শতাংশ জায়গার ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদারকোল গ্রামের মোন্তাজ মিয়া সকালে টিনের ঘর নির্মাণ করে।

এ খবর পেয়ে আব্দুর রহমান ওই স্থানে পৌঁছে ঘর অপসারনের চেষ্টা করলে মোন্তাজ মিয়ার ছেলে মজনু মিয়া, আব্দুল লতিফ ও ইসমাইল ইমাম আব্দুর রহমান, তার স্ত্রী সুবর্না এবং ছোট ভাই জাহিদকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন তাদেরকে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত আব্দুর রহমান ও জাহিদের অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে রবিবার সকালে আব্দুর রহমানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করে। সেই সাথে হত্যার প্রতিবাদে উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে ব্যবসায়ীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)