নোয়াখালী প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই নোয়াখালী জেলার সুধারামের আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, ট্রাইব্যুনাল-১ নোয়াখালীর সুধারামের পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পর পরই অভিযানে নেমে আমীর আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

রাজাকার আমীর আলী এ মামলার প্রধান আসামি। অন্য চার আসামি হচ্ছেন- আবুল কালাম ওরফে এ কে এম মনসুর, মো. ইউসুফ, মো. জয়নাল আবদিন ও মো. আব্দুল কুদ্দুস।

এর আগে সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে দাখিল করা ওই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০১৫)