রৌমারীতে গাছের ডাল কাটতে গিয়ে আহত ১
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গায় আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের র্মমান্তিক ভাবে আহত হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, শনিবার সকাল ৮টার সময় আজিত মিয়া (২৮) নামে এক শ্রমিক একটি বিশাল আমগাছের ডাল কাটার জন্য গাছে উঠে। পরে ডাল কাটা প্রায় শেষ এর মধ্যে গাছের ডাল পড়ে গেলে ঐ ডালের ধাক্কায় গাছ থেকে পড়ে যায়। এতে গাছের ডালের চাপায় পিষ্ট হয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আহত আজিত মিয়া দাঁতভাঙ্গা গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ছড়িয়ে পড়লে সেই স্থানে লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে প্রেরণ করে।
(এসএইচএস/এলপিবি/অক্টোবর ৩, ২০১৫)