রৌমারীতে সড়ক র্দুঘটনায় চালকসহ একই পরিবারের আহত ৪
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম হইতে কাউনিয়ার চর নামক স্থানে শনিবার দুপুরে সড়ক র্দুঘটনায় গাড়ির চালক ও আরো শিশুসহ তিন জন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় চালক ছামিউল ইসলাম (১৮), আম্বিয়া বেগম (৭০), মোরশেত আলি (১২), হাসান (৮) নামের ব্যাক্তিরা আহত হন। পরে তাদেরকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, যে কবর স্থান জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ওইদিন দুপুর ১২.১০ মিনিটে উল্লেখিত স্থানে পৌঁছলে তাদের ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে গ্রামের লোকজন র্দূঘটনা স্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে।
(এমআরএস/এলপিবি/অক্টোবর ৩, ২০১৫)