নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে শাপলা বিবি (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শাপলা উপজেলার জাফরাবাদ মোল্লাপাড়া গ্রামের হাফিজুল ইসলাম ওরফে সাত্তারের স্ত্রী ও একই গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে। ঘটনার পর শাপলার স্বামী হাফিজুল ইসলাম ও শাশুড়ি জুলেখা বিবি বাড়ি থেকে পালিয়ে যান।

নিহত শাপলার বাবা হাফিজ উদ্দিন জানান, মেয়ে শাপলার সঙ্গে প্রায় ৮ বছর আগে একই গ্রামের আব্বাস আলী মন্ডলের ছেলে হাফিজুল ইসলামের বিয়ে দেয়া হয়। বিয়ের পর যৌতুকসহ বিভিন্ন অজুহাতে জামাই হাফিজুল মেয়েকে নির্যাতন করতেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক করা হলেও মেয়ের ওপর নির্যাতন বন্ধ হয়নি। বুধবার সকালে মেয়ের হত্যাকান্ডের বিষয়ে তিনি জানতে পারেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী হাফিজুল ইসলামের সঙ্গে স্ত্রী শাপলার প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। এসব নিয়ে মাঝে মধ্যেই নির্যাতনের শিকার হতেন শাপলা। এর জের ধরে মঙ্গলবার রাতে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে স্বামী হাফিজুল পালিয়ে যান বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন।

থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হহচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ৩০, ২০১৫)